ছাত্রদলের ৩২ নেতাকর্মী নিহত
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদলকর্মী আসিফের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রদল কর্মী মো. আসিফ।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
নাছির উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসিফসহ ছাত্রদলের ৩২ জন নেতাকর্মী নিহত হয়েছেন।
জানা গেছে, মৃত আসিফ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকার মিরআলীপুর গ্রামের মোরশেদ আলমের ছেলে। ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের দিন সোনাইমুড়ী থানার সামনে আওয়ামী লীগ ও পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্র জনতার। এসময় গুরুতর আহত হয় আসিফ। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল আনা হয়।