ভারতে জি-২০ সম্মেলনে যাচ্ছেন না শি জিনপিং

- আপডেট সময় : ০৯:২৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের পর এবার জি-২০ সম্মেলনে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত নিয়েছে চীন।
চীন ও ভারতের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতের দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আগামী ৯-১০ সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেবেন না। তার জায়গায় প্রধানমন্ত্রী লি কিয়াং অংশ নিতে পারেন। সূত্র দুটির মধ্যে একটি চীনের কূটনৈতিক সূত্র আর অন্যটি সম্মেলন সংশ্লিষ্ট সরকারি সূত্র।
শি জিনপিংর এ সম্মেলনে যোগ না দেওয়ার ব্যাপারে এখনও ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
সংবাদমাধ্যম জানিয়েছে, এ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হওয়ার কথা ছিল। এর মধ্যে দুজনেই উপস্থিতির কথা জানিয়েছিলেন। এ দুই সুপারপাওয়ার নিয়ে সম্মেলন আঞ্চলিক সম্পর্ক স্থিতি ও ভূরাজনৈতিক উদ্বেগ প্রশমনে বিরাট ভূমিকা পালন করবে।
এর আগে জিনপিং ও বাইডেনের মধ্যে গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে সাক্ষাৎ হয়েছিল।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন জানিয়েছেন তিনিও এ সম্মেলনে অংশ নেবেন না। তার বদলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ অংশ নেবেন।
সম্মেলনের আয়োজক দেশ ভারতের এক শীর্ষ কর্মকর্তা জানান, তারা শি জিনপিংয়ের সম্মেলনে না আসার বিষয়ে অবগত রয়েছেন। তার বদলে প্রধানমন্ত্রী লি কিয়াং আসবেন।
অন্যদিকে চীনের দুজন বিদেশী কূটনৈতিক ও এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, জি-২০ সম্মেলনে অংশ নিবেন না জিনপিং। তবে এসব সূত্র তার অনুপস্থিতির কোনো কারণ জানাতে পারেনি।