ভোট দিতে পারেননি মেয়র প্রার্থী মোস্তফা

- আপডেট সময় : ০৪:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ৪৮ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধিঃ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ত্রুটির কারণে ভোট দিতে পারেননি রসিক নির্বাচনের জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মুস্তাফিজার রহমান মোস্তফা। তিনি রংপুর নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে ভোট দিতে পারেননি।
মোস্তফা ভোট কক্ষে প্রায় ১৫ মিনিট অবস্থান করে ভোট দিতে না পেরে বাইরে এসে সাংবাদিকদের সামনে ইভিএম নিয়ে হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন।
সাবেক এই মেয়র গণমাধ্যম কর্মীদের বলেন, আমি সকাল ৯টায় কেন্দ্রে এসেছি। ভোটকেন্দ্রে গিয়ে দেখি ইভিএম হ্যাং করেছে। কিন্তু এর আগে আমার হাতের আঙুলে ভোটগ্রহণের কালি দেওয়া হয়। আমি ১৫ মিনিটের মতো অপেক্ষা করেও ভোট দিতে পারিনি।
মোস্তফা আরও বলেন, অবস্থা যদি এই হয়, তাহলে মানুষ ভোট দেবে কীভাবে? আমি ভোট না দেওয়ার বিষয়টি এখানকার প্রিজাইডিং কর্মকর্তা আসাদুজ্জামানকে অবগত করেছি এবং সেই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনকেও কিছুক্ষণের মধ্যেই বিষয়টি অবগত করব।
তিনি ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ভোটাররা এসে বিভ্রান্ত হচ্ছে। কে কোন কক্ষে গিয়ে ভোট দেবে সেটা বোঝা মুশকিল। কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চাই সবাই সুন্দর সুষ্ঠু পরিবেশ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।
ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ মোস্তফা বলেন, আমরা আগে থেকেই বলেছি ইভিএমে এ ধরনের ত্রুটি হতে পারে। রিটার্নিং কর্মকর্তা আমাদের আশ্বস্ত করেছেন সমস্যা হলে তারা ব্যবস্থা নেবে। কিন্তু আমার বেলায় যদি ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হয়, সাধারণ ভোটারের ক্ষেত্রে কী হবে এটা ভেবে দেখতে হবে।
এ প্রসঙ্গে আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান বলেন, দ্রুতই ইভিএম ঠিক করার চেষ্টা করা হচ্ছে। একটি কক্ষে এই সমস্যা হয়েছে, সবগুলোতে নয়।