মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন সরকার

- আপডেট সময় : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন সরকার।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে টানা তৃতীয়বারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী। মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম বিপিএএ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন,সাধারণত সম্পাদক মনজুরুল হক চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবি,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান রাশেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, হরিনচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন,সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী প্রমুখ সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।