যুবদল নেতা শাওনের রুহের মাগফেরাত কামনায় নাটোরে গায়েবানা জানাজা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ২৩ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচি চলাকালে গুলিতে নিহত যুবদল নেতা শাওনের রুহের মাগফেরাত কামনায় নাটোরে গায়েবানা জানাজা নামাজ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা শহরের আলাইপুরে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে। জানাজা শেষে নিহত যুবদল নেতা শাওনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।