রাজশাহীতে নবজাতক চুরির দায়ে স্বামী-স্ত্রীর কারাদন্ড

- আপডেট সময় : ১০:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীত মেডিকেল কলেজ থেকে নবজাতক চুরির দায়ে এক দম্পতির কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন আদালত। রায়ে স্ত্রীকে ১০ বছর ও স্বামীকে ০৫ বছর কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
আজ বুধবার (৫ এপ্রিল) বেলা ১২ টায় রাজশাহী মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় দেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই আসামি মৌসুমি বেগমকে (২৮) ও তার স্বামী সজীব আহম্মেদকে (৩১) আদালতে উপস্থিত করা হয়।
ট্রাইব্যুনালের পিপি শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবির স্ত্রী শ্রীমতি শিল্পী রানী দাস। সন্তান জন্মের পরের দিন রাত ১০টার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতকটি চুরি হয়ে যায়।
এ ঘটনার পরের দিন মাসুম রবি বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। মামলার একদিন পরে শিশুটিকে রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই সময় সজীব ও মৌসুমিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ২৩ জানুয়ারি মামলা দায়ের করা হয়। এর পর ওই বছরের ৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী হাসানুল সোহাগ বলেন, রায়ে আমরা সন্তষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাবো।