সেতুবন্ধন পাঠাগারে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ২৩ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন, স্টাফ রিপোর্টারঃ সেতুবন্ধন পাঠাগারের আয়োজনে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিসা বেলপুকুর গ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় গত ৩০ ডিসেম্বর।
সেতুবন্ধন পাঠাগারের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান । প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সেতুবন্ধন পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন সেতুবন্ধন পাঠাগারের পাঠক তানজিরুল ইসলাম আলোচনা শেষে বছর সেরা তিন জন পাঠকের হাতে অসমাপ্ত আত্মজীবনী পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।