সৈয়দপুরে পৌর এলাকার রাস্তাঘাট সংস্কারে ওয়ার্কাস পার্টির মানববন্ধন

- আপডেট সময় : ০৬:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তাঘাট চলাচলে জনদুর্ভোগ এড়াতে সৈয়দপুর পৌরসভার বিভিন্ন রাস্তা মেরামত, সংস্কার এবং সকল নাগরিক সুযোগ সুবিধা প্রদানের দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে নীলফামারীর সৈয়দপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় বাংলাদেশে ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাস্টার, যুব মৈত্রীর জেলা সভাপতি ওবায়দুর রহমান, সাবেক ছাত্র নেতা জাহিদ হাসান, ছাত্র মৈত্রীর পৌর সম্পাদক কৃষ্ণা বাস্ফোর, মাহামুদুল হাসান তনুজ সহ অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সৈয়দপুর পৌরসভা ১ম শ্রেনির পৌরসভা হলেও প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেন, নালার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। শহরের অনেক রাস্তা মানুষের চলাচলের অযোগ্য হয়ে পরেছে। শহরে চলাচলে মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষ সকল নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ কর্তৃপক্ষকে কোন কার্যকরী ভূমিকা পালন করতে দেখা যায় না।
বক্তারা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বেহাল রাস্তা নির্মাণ, শহরের বিভিন্ন সড়ক দ্রুত মেরামত ও সংস্কার করতে পৌর মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।