সৈয়দপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

- আপডেট সময় : ০১:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলার সংবাদ প্রকাশ করার জেরে সাংবাদিককে হুমকি দেন এক প্রতারক চক্রের সদস্য। সৈয়দপুর টিভি নামে এক ফেসবুক পেজে সাংবাদিক নাজমুল হুদা , গত ২৮ মে রাত ৯টায় সৈয়দপুর টিভি নামে একটি ফেসবুক পেজে থাই লটারী ও অনলাইন জুয়া নিয়ে একটা ভিডিও সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয় তাই থাই লটারী প্রতারক চক্রের এক মাফিয়া।
এ বিষয়ে কথা হয় সাংবাদিক নাজমুল হুদার সাথে কথা হলে তিনি বলেন, সৈয়দপুর টিভি নামক আমার ফেসবুক পেজে সৈয়দপুরে থাই লটারী ও টোটো জুয়া খেলা সংক্রান্তে সংবাদ প্রচার করি। উক্ত সংবাদ প্রচার করার কারণে একই রাত্রী অনুমান ০৯:২০ ঘটিকার সময় কল করে মোঃ শুভ (৩২), পিতা-মোঃ আজাদ, সাং- নুতন বাবুপাড়া, নয়াবাজার। সৈয়দপুর থানার সামনে আমি অবস্থানকালে শুভ আমার ব্যবহৃত মোবাইল নং-০১৯৭৬৫৮৫৩৭৭ হইতে আমার মোবাইল নং-০১৭১৭২৪৪১৪০ তে কল করে আমি কেনো নিউজ প্রতিবেদন প্রকাশ করেছে এই জন্য আমাকে অকথ্য ভাষায় গালিজ কর আমাকে সুযোগমতো পাইলে মারপিট করা সহ খুন জখম করিবে আমার লাশ গুম করিবে বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং প্রাণ নাশের হুমকী প্রদর্শন করে ।এ বিষয়ে আমি সৈয়দপুর থানায় লিখিতো অভিযোগ করেছি।