সৈয়দপুরে ১৪টি কলেজে জিপিএ-৫ পেয়েছে ৫২৭ জন

- আপডেট সময় : ০৬:১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ৮০ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন, বিশেষ সংবাদদাতাঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৪টি কলেজের মধ্যে দশটি থেকে জিপিএ- ৫ পেয়েছে ৫২৭ জন।
রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা যায় এবারে সৈয়দপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজের ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ২৫৪ জন। জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন পরীক্ষার্থী। এ কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল ২২৬ জন। ৫৮ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থান রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ কলেজের সর্বমোট পরীক্ষার্থী ছিল ৩৮৭ জন।
এছাড়াও সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন, সৈয়দপুর সরকারি কলেজের ৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন এবং হাজারীহাট স্কুল ও কলেজের ১৫০ জনের মধ্যে ২ জন জিপিএ-৫ পেয়েছে,লক্ষণপুর স্কুল এন্ড কলেজের ২১২ জনের মধ্যে ১ জন, কামারপুকুর ডিগ্ৰি কলেজে ১৯৯ জনের মধ্যে ১জন জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুর উপজেলার ১৪ টি কলেজ থেকে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন হাজার ৬৫জন। এদের উত্তীর্ণ হয়েছে দুই হাজার ৮৬৪ জন । পাশের হার ৯৩ দশমিক ৪৪ আর ৫২৭ জন জিপিএ-৫ পেয়েছে দশটি কলেজ থেকে। অবশিষ্ট চারটি কলেজ , সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ,কয়া গোলাহাট হাইস্কুল এন্ড কলেজ,সাতপাই হাইস্কুল এ্যান্ড কলেজ থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।