সৈয়দপুরে ৪০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ

- আপডেট সময় : ১২:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন, স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও গরিব ৪০ শিক্ষার্থীর মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব সাইকেল বিতরণ করা হয়।
নারী শিক্ষার প্রসার, ঝড়েপড়া রোধ ও বিদ্যালয়ে যাওয়া সহজ করতে উপজেলায় এডিবির থোক বরাদ্দের তিন শতাংশ চার লাখ টাকা ব্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতররণ করা হয়। এর মধ্যে রয়েছে ৩২ জন মেয়ে ও ৮ জন ছেলে শিক্ষার্থী।
প্রধান অথিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, সৈয়দপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু প্রমূখ।