সৈয়দপুরে মোটরসাইকেল ও যাত্রীবাহী নৈশ্য বাসের সংঘর্ষঃ নিহত ১ আহত অর্ধশতাধিক

- আপডেট সময় : ০৬:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল ও যাত্রীবাহী নৈশ্য বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ জন এবং আহত ৩০ জন।
মঙ্গলবার রাত ১১ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বসুনিয়ার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও বীরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের এসি বাসটি এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এ সময় বাসটি মোটরসাইকেল আরোহীকে বাচানোর ব্যর্থ চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। বাসের ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধারে কাজ করছে। আহতদের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
ধারনা করা হচ্ছে, গাড়ীর নিচে অনেক যাত্রী এখনো চাপা পড়ে আছে। তাদের উদ্ধার কাজ চলছে। নিহত ও হতাহতের সংখ্যা বাড়তে পারে।
বিস্তারিত আসছে……