স্কাউটিং এর দীক্ষা নিয়ে মুগ্ধ দেশের জন্য প্রান দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে-ডিসি নায়িরুজ্জামান

- আপডেট সময় : ০২:৫৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ স্কাউটিং শুধু মানুষের কল্যাণ সাধন করে না, বিশ্বের অনেক স্থানে ক্রান্তিকালে সংকট মোচনে বিশেষ ভুমিকা রাখে। বিশেষ করে দেশের ২৪ এর জুলাই -আগস্টের পট পরিবর্তনে স্কাউটের অগ্রণী ভুমিকা রয়েছে। স্কাউটিং এর দীক্ষা নিয়ে মুগ্ধ দেশের জন্য প্রান দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে।
রবিবার সন্ধা ৭টায় কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যমুনেশ্বরী ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এসব কথা বলেন।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি মোসুমী হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা স্কাউটের সহ-সভাপতি ফারুক-আল-মাসুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটের সহ-সভাপতি হাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটের সহ-সভাপতি কুমারেশ চন্দ্র গাছি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটের সহ-সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটের সহ-সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা স্কাউটের কমিশনার ফজলে রহমান, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ শাহ নেওয়াজ।
বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ উপজেলার ব্যবস্থাপনায় ৮ম উপজেলা কাব ক্যাম্পুরীতে ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।