হিলি সীমান্তে বিএসএফ-বিজিবি’র ঈদের শুভেচ্ছা বিনিময়

মাসুদ রানা
- আপডেট সময় : ০৩:৪০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে

মাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ)পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।
হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) বিজিবি-বিএসএফের মধ্যে এ মিষ্টি বিনিময় হয়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার রমেশ কুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিজিবি’র পক্ষ থেকে বলা হয়, সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতেই হিলি সীমান্তে দীর্ঘ দিন ধরে এ ধরনের রেওয়াজ চলে আসছে।