সৈয়দপুর ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৪ জুন থেকে চলাচল করবে ‘নীলফামারী এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট: নীলফামারী জেলার মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হতে যাচ্ছে ‘নীলফামারী এক্সপ্রেস’ এর উদ্বোধনের মধ্য দিয়ে। আসছে ৪ জুন থেকে চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে ট্রেনটি। এর আগে ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবাকালীন আন্তনগর ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

সোমবার (২৯ মে) বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার গণমাধ্যমক্র বিষয়টি নিশ্চিত করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে এক জোড়া নতুন আন্তনগর ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’। চিলাহাটি থেকে ৮০৬ নম্বর ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৫ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটিতে এসি বার্থ, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন বিন্যাসের ব্যবস্থা রয়েছে। লোকোমোটিভ ছাড়া ২২টি বগির ওপর থাকবে ১১টি কোচ।

এ ছাড়া ট্রেনটির উভয় চলাচলের ক্ষেত্রে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে এবং চিলাহাটি স্টেশনে ট্রেনের ব্রেক বেজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার বলেন, ‘নতুন ট্রেনটি ৪ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে উত্তরের জেলা নীলফামারীর মানুষের যোগাযোগের পথ আরও সুগম হলো। পাশাপাশি এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো।’

উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে। পরে ওই ট্রেনটির গন্তব্য নীলফামারী থেকে চিলাহাটি পর্যন্ত করা হয়। নীলসাগর চালু হওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে একাধিক ট্রেন চালু করা হলেও ঢাকা-চিলাহাটি রুটে একটি মাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৪ জুন থেকে চলাচল করবে ‘নীলফামারী এক্সপ্রেস’

আপডেট সময় : ০৭:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

ডেস্ক রিপোর্ট: নীলফামারী জেলার মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হতে যাচ্ছে ‘নীলফামারী এক্সপ্রেস’ এর উদ্বোধনের মধ্য দিয়ে। আসছে ৪ জুন থেকে চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে ট্রেনটি। এর আগে ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবাকালীন আন্তনগর ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

সোমবার (২৯ মে) বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার গণমাধ্যমক্র বিষয়টি নিশ্চিত করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে এক জোড়া নতুন আন্তনগর ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’। চিলাহাটি থেকে ৮০৬ নম্বর ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৫ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটিতে এসি বার্থ, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন বিন্যাসের ব্যবস্থা রয়েছে। লোকোমোটিভ ছাড়া ২২টি বগির ওপর থাকবে ১১টি কোচ।

এ ছাড়া ট্রেনটির উভয় চলাচলের ক্ষেত্রে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে এবং চিলাহাটি স্টেশনে ট্রেনের ব্রেক বেজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার বলেন, ‘নতুন ট্রেনটি ৪ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে উত্তরের জেলা নীলফামারীর মানুষের যোগাযোগের পথ আরও সুগম হলো। পাশাপাশি এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো।’

উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে। পরে ওই ট্রেনটির গন্তব্য নীলফামারী থেকে চিলাহাটি পর্যন্ত করা হয়। নীলসাগর চালু হওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে একাধিক ট্রেন চালু করা হলেও ঢাকা-চিলাহাটি রুটে একটি মাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করত।