কিশোরগঞ্জে শিয়াল মামাদের খপ্পরে ছাগল

- আপডেট সময় : ১২:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারীর কিশোরগঞ্জে জীবন্ত ছাগল ধরে খেয়ে ফেলছে শিয়াল মামারা। রাতে মেঠো পথে পথচারীদের আটকিয়ে আহত করার ঘটনাও ঘটছে। দিনে শিয়ালদের অবাধ বিচরণ চোখে পড়ে। গ্রামে শিয়ালের সংখ্যা বেড়ে যাওয়ায় লোকজন এখন আতংকে ভুগছে।
মাঠে ছাগল আর নিরাপদ নয়। সংঘবদ্ধ শিয়াল মামারা দিন-দুপুরে ছাগল টেনে নিয়ে খেতের মধ্যে কিংবা বাঁশবাগানে নিয়ে নির্বিচারে খেয়ে ফেলছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের আব্দুল গণির ছেলে কেরামত আলী ভুট্টুর(৪৫) প্রায় ১০ হাজার টাকা দামি ১টি ছাগল খেয়ে ফেলে শিয়ালরা। গভীর রাত পর্যন্ত চলে তাদের ভুড়িভোজন। ছাগল মালিক ও গ্রামের লোকজন সবাই দেখে ওই দৃশ্য। কাছে গেলে চম্পট দেয় চালাক খ্যাত শিয়ালরা।
একই গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে অনিল চন্দ্রের(৬৫) ২টি ছাগল খেয়ে ফেলে গত দুই সপ্তাহ আগে। এ আগে ওই গ্রামের আরো ৩ ব্যক্তির ৩টি ছাগল শিয়ালের পেটে যায়।
শিয়ালদের অবাধ বিচরণে পথচারীরাও নিরাপদ নয়। মেঠোপথে আটকানো ও তেড়ে আসার ঘটনা হামেসাই হচ্ছে। গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের ছাইফুল ইসলাম বলেন, ৪ দিন আগে বাজার থেকে আসার পথে শিয়ালের কবলে পরেন তিনি। বেশ কয়েকটি শিয়াল তার পথ আটকায় এবং তেড়ে আসে। দ্রæত বাইক চালিয়ে সে যাত্রা রক্ষা পান।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিয়ালের সাথে কুকুরও ভাগ বসাচ্ছে। এদের বিচরণে লোকজন আর নিরাপদ নয়।
ফজল কাদির