খানসামা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন: সভাপতি হাকিম, সম্পাদক জিকরুল

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১১) এর ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে হাকিম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে জিকরুল হক পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ মে) উপজেলার হাসিমপুর আওকরা মসজিদ উচ্চ বিদ্যালয় (মির্জার মাঠে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে মোট ভোটার সংখ্যা ১৭৩ জন। এর মধ্যে ১৫৮ জন ভোট প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হয়। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাকি পদগুলো নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে হাকিম চৌধুরী হাতুরী মার্কায় ৮১ ভোটে বিজয়ী হয় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুস্তম আালী (দুলু) ছাতা মার্কায় ৭৫ পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে জিকরুল হক গোলাপ ফুল মার্কায় ৯০ ভোটে নির্বাচিত হয় এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদয় চন্দ্র রায় কুর্নি মার্কায় ৬৭ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলী সরকার। তিনি জানান, সবার সহযোগিতায় একটি শন্তিপূর্ণ ভোট উপহার দিয়েছি। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা ভোট প্রদান করেন। গণনা শেষে সবাই ফলাফল মেনে নিয়েছেন।