ডোমারে বিলুপ্ত প্রায় শকুন উদ্ধার

- আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বিলুপ্ত প্রায় এক প্রজাতির শকুন উদ্ধার করেছে বন বিভাগ। সুস্থ্য হলে শকুনটিকে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে জানান সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া জামে মসজিদ এলাকায় শকুনটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে প্রশাসনকে খবর দেয় তারা।
খবর পেয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক, ডোমার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে শকুনটিকে উদ্ধার করে বন বিভাগে নিয়ে আসে। এসময় শকুনটি দুর্বল ছিল ও পায়ে কিছুটা আঘাতের চিহ্ন দেখা গেছে।
ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার সকালে বিলুপ্ত প্রায় এক প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে শকুনটি দুর্বল ছিল। তাৎক্ষনিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ জানান, পাখিটিকে সুস্থ্য করার চেষ্টা চলছে। সুস্থ্য হলে পরবর্তীতে বন্যপ্রাণি দপ্তরের সাথে আলোচনা করে শকুনটি অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।