ডোমার নারী ফুটবল টুর্নামেন্ট: দিনাজপুর ০-২ গাইবান্ধা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর ৩য় ম্যাচে জয় পেয়েছে গাইবান্ধা জেলা নারী ফুটবল দল।
সোমবার (৪ঠা ডিসেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট’ এর ৩য় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আজকের খেলায় পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে দিনাজপুর জেলা নারী ফুটবল দল ও গাইবান্ধা জেলা নারী ফুটবল দল। এতে ইরা ও তানিয়ার একটি করে গোলে দর্শকদের মাতিয়ে ২-০ গোলের ব্যবধানে নিজেদের প্রথম জয় তুলে নেয় গাইবান্ধা জেলা নারী ফুটবল দল।
এর আগে, ১ম ম্যাচে পঞ্চগড় জেলাকে ৩-০ গোলে হারিয়ে রংপুর জেলা নারী ফুটবল দল এবং ২য় ম্যাচে ঠাকুরগাঁও জেলাকে ৪-০ গোলে হারিয়ে লালমনিরহাট জেলা নারী ফুটবল দল জয় পেয়েছিল।







.gif)



