কিশোগঞ্জে ইউপি চেয়ারম্যানের পুকুরে ভেসে ওঠা লাশের পরিচয় মিলেছে

- আপডেট সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে

মোঃ সাহেব আলী, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমানের পুকুরে ভেসে ওঠা অজ্ঞাতনামা বৃদ্ধের লাশের সন্ধান মিলেছে। তার বাড়ি জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব রাজীব কুমার রায়ের দেওয়া তথ্যে জানা যায়, মৃত্যু ঐ ব্যক্তির নাম বব্দুল গফুর ওরফে ছেনু, পিতা মৃত্যু আমুদ্দি মামুদ। তার বাসা নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে কিশামত বটতলা ৩নং ওয়ার্ডে।স্থায়ীভাবে এই গফুর মিয়া ঐ ইউনিয়নের কিশামত বটতলা গুচ্ছগ্রামে বসবাস করতেন।পেশা হিসাবে এই ব্যক্তি ভিক্ষা করতেন বলে জানান তার স্ত্রী আছমা বেগম।
এদিকে মৃত ঐ ব্যক্তির বড় ভাই মকবুল হোসেন জানান, আমার ভাই ভিক্ষা করতে গত ৪দিন আগে বাসা থেকে বের হয়ে যায়। আমরা খোঁজাখুজি করেছি, সন্ধান পাইনি। পরবর্তীতে আমরা জানতে পারি বিভিন্ন মোবাইল ফোনে নাকি মারা যাওয়া লোকের ছবি দিয়েছে। তা জানতে পেরে আমরা দ্রুতো থানায় গিয়ে নিশ্চিত হই যে, তিনি আমার ছোট ভাই।
তিনি আরও জানান, আমার ভাই গফুর মিয়ার মৃগী রোগ ছিলো। পানিতে পড়ে গেলে সে আর উঠতে পারতোনা। এই অপমৃত্যু বিষয়ে তার পরিবারের কারো কোন অভিযোগ নেই মর্মেও জানান তিনি।