বিএনপির পদযাত্রা ঘিরে খানসামায় আওয়ামী লীগের সর্তক অবস্থান কর্মসূচী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা ঘিরে দিনাজপুরের খানসামা উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্ব স্ব ইউনিয়নে অবস্থান করেন ও শান্তি সমাবেশে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও মৎস্যজীবি লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইউনিয়ন পর্যায়ের এই সমাবেশগুলো তদারকি করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, বিএনপি-জামাতের অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্র মূলক অপশক্তির বিরুদ্ধে সর্তক অবস্থানে আছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। কোন অপশক্তি বিশৃঙ্খলা করতে চাইলে এর বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, নাশকতা ও রাজনৈতিক সহিংসতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। এজন্য থানা পুলিশ টহল অব্যাহত রেখেছে।