সৈয়দপুর ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হারিয়ে যাওয়া সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ৫০ বার পড়া হয়েছে

হারিয়ে যাওয়া সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর করল পুলিশ

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনা প্রতিনিধিঃ ব্যাংক থেকে সাড়ে ৪ লাখ টাকা উত্তোলনের পর তা ব্যাগে করে অটোরিকশা যোগে নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকার নিজ বাসায় ফিরছিলেন মোশারফ হোসেন নামে এক ব্যক্তি। কিন্তু অটোরিকশা থেকে নামার সময় ভুলে টাকার ব্যাগটি অটোরিকশায় রেখে যান তিনি। পরে ফেলে যাওয়া টাকা খুঁজে না পেয়ে জেলা পুলিশের দ্বারস্থ হন মোশারফ হোসেন। এরপর ওই টাকা উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

এক পর্যায়ে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাটি শনাক্ত করে টাকাগুলো উদ্ধারে সক্ষম হয় পুলিশ। বিকেলে তা প্রকৃত মালিক মোশারফ হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সোমবার টাকা হারিয়ে ভুক্তভোগী মোশারফ হোসেন নেত্রকোনা জেলা পুলিশের সিসিটিভি মনিটরিং সেন্টারের শরণাপন্ন হন। তাৎক্ষণিক ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অটোরিকশাটিকে শনাক্ত করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং তা মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

তিনি জানান, মোশারফ হোসেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত। তিনি নেত্রকোনা জেলা শহরের কুড়পাড় এলাকার বাসিন্দা। তিনি জমি রেজিস্ট্রি করার জন্য সোমবার দুপুরে ব্যাংক থেকে সাড়ে ৪ লাখ টাকা উত্তোলন করেন। পরে বাসায় ফেরার পথে ভুলে টাকাগুলো অটোরিকশায় ফেলে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


হারিয়ে যাওয়া সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

আপডেট সময় : ০৩:৪৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

নেত্রকোনা প্রতিনিধিঃ ব্যাংক থেকে সাড়ে ৪ লাখ টাকা উত্তোলনের পর তা ব্যাগে করে অটোরিকশা যোগে নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকার নিজ বাসায় ফিরছিলেন মোশারফ হোসেন নামে এক ব্যক্তি। কিন্তু অটোরিকশা থেকে নামার সময় ভুলে টাকার ব্যাগটি অটোরিকশায় রেখে যান তিনি। পরে ফেলে যাওয়া টাকা খুঁজে না পেয়ে জেলা পুলিশের দ্বারস্থ হন মোশারফ হোসেন। এরপর ওই টাকা উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

এক পর্যায়ে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাটি শনাক্ত করে টাকাগুলো উদ্ধারে সক্ষম হয় পুলিশ। বিকেলে তা প্রকৃত মালিক মোশারফ হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সোমবার টাকা হারিয়ে ভুক্তভোগী মোশারফ হোসেন নেত্রকোনা জেলা পুলিশের সিসিটিভি মনিটরিং সেন্টারের শরণাপন্ন হন। তাৎক্ষণিক ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অটোরিকশাটিকে শনাক্ত করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং তা মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

তিনি জানান, মোশারফ হোসেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত। তিনি নেত্রকোনা জেলা শহরের কুড়পাড় এলাকার বাসিন্দা। তিনি জমি রেজিস্ট্রি করার জন্য সোমবার দুপুরে ব্যাংক থেকে সাড়ে ৪ লাখ টাকা উত্তোলন করেন। পরে বাসায় ফেরার পথে ভুলে টাকাগুলো অটোরিকশায় ফেলে যান।