নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির সাবেক চার নেতা

- আপডেট সময় : ০৮:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির সাবেক চার নেতা। গতকাল বুধবার তাঁরা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে ভোটে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিয়েছেন।
বিএনপির সাবেক যে চার নেতা মনোনয়ন ফরম নিয়েছেন তারা হলেন- বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোহাম্মদ শোকরানা, শাহজাহানপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল এবং জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগম।
মেজর আখতারুজ্জামান কিশোরগঞ্জ–২ আসনের জন্য, শোকরানা বগুড়া–১, বিউটি বেগম বগুড়া–২ ও বাদল বগুড়া–৭ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন।
সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আখতারুজ্জামান বিএনপির ধানের শীষ প্রতীকে এই আসন থেকে নির্বাচন করেন। তবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান।
আখতারুজ্জামান মনোনয়নপত্র কেনার পর সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে গেল তিনি বিএনপি থেকেই প্রার্থী হবেন। স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।
১৯৯১ ও ১৯৯৬ সালে মেজর আখতারুজ্জামান এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন সময় দল থেকে বেশ কয়েকবার বহিষ্কার হন। আবার দলে ফেরেন। সর্বশেষ বহিষ্কার হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থতার জন্য দলীয় নেতাদের সমালোচনা করে।
এদিকে মোহাম্মদ শোকরানা বগুড়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার বাদল বগুড়া-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে মনোনয়নপত্র তুলেছেন। আর বিউটি বেগম বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
মোহাম্মদ শোকরানা ২০১৯ সালে বিএনপি থেকে পদত্যাগ করেন। এই আলোচিত ব্যবসায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।
মোহাম্মদ শোকরানা সাংবাদিকদের বলেন, তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। নির্বাচন সুষ্ঠু হবে বলেই তাঁর বিশ্বাস। আর তা হলে নির্বাচনে তিনিই জয়ী হবেন।
স্থানীয় রাজনীতিবিদরা মনে করেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এই দলের নেতারা নির্বাচন করলে আওয়ামী লীগ প্রার্থীকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে।