ফুলবাড়িয়ায় পূজা মন্ডপ পরির্দশনে পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুইয়া

- আপডেট সময় : ০৩:২০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে

মো. সেলিম মিয়া, ফুলবাড়িয়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুইয়া।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ফুলবাড়িয়া উপজেলার প্রধান প্রধান তিনটা পূজা মন্ডপ (মন্দির) পরিদর্শন করেন। এসময়ে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেন ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, থানা অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, স্থানীয় রাজনৈতিক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় পৌর সদরের ৩ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কর্তৃপক্ষের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করেন। পূজা মন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি উৎসব পালনে কোন রকম সমস্যা হলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ অবহিত করার পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য যে, এ বছর ফুলবাড়িয়া উপজেলায় পৌর সদর ও ১৩ ইউনিয়নসহ ৬৬ টি মন্দিরে প