বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ৬২ বার পড়া হয়েছে

আবু তাহের, বগুড়া প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৮ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর এলাকার কিশোর আল আমিন এবং অপরজন অজ্ঞাত।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এছাড়াও আরও ২ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।