রংপুর হতে সৈয়দপুরগামী বাসযাত্রীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০১:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রংপুর হতে সৈয়দপুরগামী বাসযাত্রীদের হয়রানি, ট্রেনের টিকেট কালোবাজারী রোধ ও যাত্রী হয়রানির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ সোমবার (৩ অক্টোবার) সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নওশাদ আনসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাংবাদিক আলমগীর হোসেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।
বক্তব্যে বক্তারা বলেন, রংপুরে সৈয়দপুরের যাত্রীদের দীর্ঘদিন থেকে বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের সিট দেয়া হয় না। সৈয়দপুরের যাত্রীদের ছেড়ে দেওয়ায় আগ মুহুর্তে তোলা হয়। এছাড়াও ট্রেনের টিকিট কালোবাজারীদের নিয়ন্ত্রণে। যাত্রীদের চাহিদা অনুযায়ী পাওয়া যায় না টিকিট। অতিরিক্ত টাকায় টিকিট মেলা কালোবাজারিদের কাছ থেকে। রংপুরে বাস যাত্রীদের হয়রানি বন্ধে ও ট্রেনের টিকিট কালোবাজারি রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান।