চলে গেলেন সৈয়দপুরের জাসাস নেতা আনোয়ার আলী মবুল

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সদস্য সচিব মীর আনোয়ার আলী মবুল (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকায় বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা জায়, তার নামাজে জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা স্থানীয় বাংলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
মীর আনোয়ার আলী মবুল ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক। তিনি একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।