ডিমলায় ভুয়া পরীক্ষার্থী আটক

- আপডেট সময় : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ৩৬ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন, বিশেষ প্রতিনিধিঃ ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রহমানের পুত্র ছোটখাতা কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ জামিদুল ইসলামকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে আটক করেছে পরিক্ষা সংশ্লিষ্ট কমিটি।
শনিবার(২৪-সেপ্টেম্বর) ডিমলা ঠুটার ডাঙ্গা নিজপাড়া কামিল মাস্টার্স মাদ্রাসায় দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ গ্রহণ করে মামার হয়ে ভাগিনা পরিক্ষা দেওয়ার মধ্যবর্তী সময়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের হাতে আটক হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য একজন পরিক্ষা দেওয়ার অপরাধে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন-১৯৮০ ৩ এর (খ) দোষী সাব্যস্থ করে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন অত্র পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার, ইনভিজিলেটর ও ডিমলা থানা পুলিশ প্রশাসন।