ধর্ষণের দ্রুত বিচার ও রাসুল (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টকারী Sobuj Ahmed’র শাস্তির দাবীতে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৪৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তনু থেকে আছিয়া প্রতিটি ধর্ষণের দ্রুত বিচারের দাবীতে এবং নীলফামারী অনলাইন শপ গ্রুপে নবী করিম (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে কুরুচিপূর্ণ অশালীন পোস্টকারী Itz Sobuj Ahmed এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে নীলফামারীর সৈয়দপুরে প্রজন্ম সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে এ মানববন্ধন পালিত হয়।
প্রজন্ম সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সিনিয়র সহ: সভাপতি মো. আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার চৌধুরী, রবিউল আউয়াল রবি, উক্ত সংগঠনের সহ: সভাপতি মামুনুর রশিদ সবুজ, ফিরোজ আহমেদ, রাজিব সরকার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান জীবন, উপজেলা শাখার সভাপতি আদর সরকার, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম শাওন, পৌর শাখার সভাপতি উইসুফ আলী স্বপন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান রাজিব সহ সকল ইউনিটের স্বেচ্ছাসেবকগণ সহ নানা পেশার মানুষ।
এ সময় বক্তারা প্রচলিত আইন সংশোধন করে ৩০ থেকে ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তির দাবী জানান। সেই সাথে নীলফামারী অনলাইন শপ নামের ফেসবুক গ্রুপে নবী করিম (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে কুরুচিপূর্ণ অশালীন পোস্টকারী Itz Sobuj Ahmed কে অতিদ্রুত গ্রেফতার করে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।