বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে খানসামায় বিএনপির লিফলেট বিতরণ

মো: নুরনবী ইসলাম
- আপডেট সময় : ১০:১৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের উপজেলা বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে ও বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার খানসামা বাজার, পাকেরহাট ও কাচিনীয়া সহ বিভিন্ন হাট-বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন শাহ্ মোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ওবায়দুর রহমান ও সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড বিএনপির নেতৃবৃন্দ।