নাবালিকা কন্যাকে বিয়ে করতে এসে বরের ৩ মাসের কারাদন্ড

- আপডেট সময় : ০৮:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে

মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ আজ শনিবার ভোরে, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার গোপন সংবাদ পেয়ে বাল্যবিবাহ দেওয়ার ও অপরাধে কনের বাড়ি থেকে পৌর এলাকার চকপাড়া (শাহীন পুকুর) মহল্লার ৮ম শ্রেণি পড়ুয়া নাবালিকা ছাত্রীকে কে বিয়ে করতে আসা ঘোড়াঘাট উপজেলার মোখলেসপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র মাওলা (১৮) কে বাল্যবিয়ের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার প্রস্তুতির অপরাধে কনের অভিভাবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাল্যবিবাহ দিবেন না মর্মে মেয়ের দাদী ও ফুফুর থেকে মুচলেকা নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকর দৈনিক ইনকিলাব কে বলেন, বিরামপুর পৌর শহরের চকপাড়া (শাহিনপুকুর) মহল্লায় অষ্টম শ্রেণী পড়ুয়া জনৈকা এক শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে মেয়েটির বাড়িতে যান ও বিয়ে বন্ধ করে দেন। সে সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর-কনে ও বরযাত্রীসহ অনেকে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে কনের অভিভাবকের সাথে কৌশলে কথা হলে বর ও কনেকে সেখানে হাজির করা হয়।
কনের বয়স ১৪ বছর ও বরের বয়স ১৮ বছর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিয়ের অপরাধে বর মওলাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড বিয়ে শ্রীঘরে পাঠানো হয়। মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার প্রস্তুতির অপরাধে কনের অভিভাবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, কারাদণ্ডপ্রাপ্ত মওলাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।