খানসামায় টিউবওয়েল পেয়ে খুশি অসহায় বিধবা বৃদ্ধা সুলতানা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২৭ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার সরহদ্দ গ্রামের অসহায় বিধবা বৃদ্ধা সুলতানা খাতুন (৬৬) এর বাড়িতে টিউবওয়েল স্থাপন করায় খুশি তিনি। তাঁর স্বামী ও ছেলে সন্তান নেই। অন্যের বাড়ি থেকে পানি নিয়ে এসে তিন সংসারের যাবতীয় কাজ করতেন৷ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে আর্ন এন লাইভ সংস্থার উদ্যোগে সংস্থার স্বেচ্ছাসেবক ও ইউপি সদস্য টিউবওয়েল ও পাইপ নিয়ে গিয়ে মিস্ত্রি দিয়ে ২১০ ফুট গভীর আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েল পেয়ে সুলতানা খাতুন আবেগ আপ্লূত হয়ে পড়েন।
খোঁজ নিয়ে জানা যায়, বিধবা বৃদ্ধা সুলতানা খাতুন দীর্ঘদিন ধরে অন্যের বাড়ি থেকে পানি এনে সাংসারিক কাজকর্ম এবং পুকুরে গোসল করত। আর সরকারী সহায়তা বিধবা ভাতার টাকা এবং অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। স্থানীয় ইউপি সদস্য মোজাহারুল ইসলাম বাবুলের মাধ্যমে আর্ন এন লাইভ সংস্থার পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি খবর পেয়ে প্রতিনিধি মাহবুর রহমান ও আব্দুল জব্বারের মাধ্যমে টিউবওয়েল ও পাইপ কিনে নিয়ে গিয়ে মিস্ত্রি দিয়ে গভীর ও আর্সেনিক মুক্ত নলকুপ স্থাপন করে দেন।
টিউবওয়েল পেয়ে আবেগ আপ্লুত হয়ে বৃদ্ধা সুলতানা খাতুন বলেন, ভেবেছিলাম এই পৃথিবীতে আমার কেউ নেই। কিন্তু আল্লাহ পাক আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছেন। এলাকার মেম্বার আর সংস্থার ছেলেরা এসে আমার বাড়িতে টিউবওয়েল পুতে (স্থাপন) করে দিল। আল্লাহ্ ওমার ভাল করুক।
আর্ন এন লাইভ সংস্থার প্রতিনিধি আঃ জব্বার বলেন, খবরটি জানার পরপরই আমাদের সংস্থার পরিচালক জেসি আপাকে জানাই। তিনি দ্রুত সময়ের মধ্যে গভীর ও আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন করে দেওয়ার আশ্বাস দেন। যা আজ বাস্তবায়ন করে দেওয়া হল। এরকম অনেকেই আছে তাদেরকেও ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করা হবে।